• facebook
  • twitter
Friday, 17 January, 2025

বন্ধ হচ্ছে ‘হরগৌরী পাইস হোটেল’

প্রায় দু’ বছর ধরে চলার পর, অবশেষে বন্ধ হতে চলেছে মেগা ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। প্রায় দু বছর ধরে ৭০০-র বেশি পর্ব ধরে চলেছে এই সিরিয়াল।

প্রায় দু’ বছর ধরে চলার পর, অবশেষে বন্ধ হতে চলেছে মেগা ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। প্রায় দু বছর ধরে ৭০০-র বেশি পর্ব ধরে চলেছে এই সিরিয়াল। একসময় বেঙ্গল টপারও ছিল, তবে এবার শেষ হওয়ার পালা। জানা গেছে শনিবার হবে শেষ শ্যুট। শঙ্কর-ঐশানী অর্থাৎ রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। তবে এরপর গল্প বেশ কিছু বছর এগিয়ে গেলে, নায়ক বদল করা হয়। ২০২৪ সালের জুন মাস থেকে অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের জুটিকে দেখেছেন দর্শকেরা। আর শেষ হয়ছিল ‘শঙ্কর’ অর্থাৎ রাহুল মজুমদারের চরিত্রটি।

শেষ কয়েক মাসে বন্ধ হয়েছে টলি পাড়ার বহু সিরিয়াল। কিছু সিরিয়ালের মেয়াদ ছিল তিন মাস, আবার অনেক গল্প বন্ধ হয়ে গিয়েছে আট-দশ মাসের মাথাতেই। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করেন, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে টিআরপির ওঠাপড়া। শোনা যাচ্ছে, নতুন সিরিয়াল আনার পরিকল্পনাও করে ফেলেছে যিশুর প্রযোজনা সংস্থা।