মুম্বই, ২৭ মে – ছবিনির্মাতা সঞ্জয় লীলা বনশালীর সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘হিরামান্ডি’ ওটিটির পর্দায়। ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, ফারদিন খান, শেখর সুমন এবং অধ্যয়ন সুমনের মতো তারকারা। সিরিজ়টি মুক্তি পাওয়ার পরই আলোচনা শুরু হয়েছে অন্য এক অভিনেতা- অভিনেত্রীদের নিয়ে। যেমন এই সিরিজ়ে ‘তাজদার’ নামের এক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তাহা শাহ বদুশা। আরব আমিরশাহির আবু ধাবিতে জন্ম তাহার। অভিনয়ের জন্যই মুম্বইয়ে আসা। ইতিমধ্যেই তিনি নাকি ‘জাতীয় ক্রাশ’-এর তকমা পেয়েছেন । পর্দায় রয়েছেন বনশালীর ভাগ্নি শর্মিন সেগালও।
তবে এই ওয়েব সিরিজে এখন সব থেকে বেশি আলোচিত চরিত্র বিব্বোজান ওরফে অদিতি রাও হায়দারী। তাঁর ‘ও সাঁইয়া হাটো যাও, তুম বড়ে, ও হো’– গানের সঙ্গে কোমর দুলিয়ে গজগামিনী নৃত্য এখন ভাইরাল। ফেসবুক হোক কিংবা ইনস্টা – তাঁর ‘সোয়ান ওয়াক’ এখন নেটিজেনদের মুখে মুখে। পদ্মাবতে দীপিকার থেকেও তিনি নাকি আরও বেশি আকর্ষণীয়। তাঁর চাহনি, কথা বলার ভঙ্গি – সব কিছুতেই এক অন্য মাত্রার রাজকীয়তা। বাস্তবেও অদিতির গায়ে বইছে রাজরক্ত।
অদিতির জন্ম হায়দরাবাদে। তাঁর বাবা ছিলেন আহসান হায়দারি, পেশায় ইঞ্জিনিয়র। এরই পাশাপাশি তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ‘সুলেমানি বোহরা মুসলিম’ যা ইসলাম ধর্মের প্রকারভেদের অন্যতম। মায়ের নাম বিদ্যা রাও, যিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। অদিতির মায়ের বাবা অর্থাৎ দাদু ছিলেন ম্যাঙ্গালোরের সারস্বত ব্রাহ্মণ। আর দিদি ছিলেন একজন তেলুগু। সেই কারণে অদিতি আদপে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম ধর্মের মিল। এরই পাশাপাশি বোহরা ও ব্রাহ্মণ সমাজের অন্তর্ভুক্ত।
অদিতির বাবার যে দাদু তাঁর নাম আকবর হায়দারি যিনি একদা হায়দরাবাদের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না হায়দরাবাদ। অদিতির মা বিদ্যা আবার ওয়ানাপারথি নামক জায়গার শেষ রাজা রামেশ্বর রাওয়ের সৎ মেয়ে। হায়দরাবাদে নিজামের শাসনকালে ওই রাজা রামেশ্বরই ছিলেন সে জায়গার চতুর্থ স্থানাধিকারী উল্লেখযোগ্য ব্যক্তি। তাঁকে ডাকাও হত মহারাজা বলে। অদিতির মা বিদ্যা ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গুণী শিল্পী।
অদিতির বয়স যখন দুই বছর তখন তাঁর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। মায়ের কাছেই মানুষ হয়েছেন অদিতি। এমন এক শিক্ষিত পরিবার , তাঁর শরীরেও বইছে রাজরক্ত। এহেন অদিতি এখন হিরামান্ডি-খ্যাত ‘বিব্বোজান’ , বলিউডের হার্ট-থ্রব ।