বি-টাউন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ । লন্ডনের এক মডেলের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। যাঁর পরিচয় জানলে অনেকেই অবাক হবেন। ইলিয়ানার এই নতুন প্রেমকাব্যের সঙ্গে ক্যাটরিনা কাইফ নাকি জড়িত।

কিন্তু কীভাবে? তাঁর জন্মদিনের ছবির সূত্র ধরেই ইলিয়ানার নতুন প্রেমিকের সন্ধান পাওয়া গিয়েছে। যাঁর নাম সেবাস্টিয়ান লরেন্ট মিশেল। আর লন্ডনের এই মডেল হলেন ক্যাটরিনা কাইফের ভাই, ভিকি কৌশলের শ্যালক। যাঁকে মন দিয়েছেন ইলিয়ানা। সৈকতে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে মেতেছিলেন ক্যাটরিনা।
