• facebook
  • twitter
Saturday, 30 November, 2024

পঞ্চ মহাদেশীয় ফিল্মোৎসব জমজমাট

গত বছরের মতই ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টসের বাছাই করা ছবির একটি আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসব হয়ে গেল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। পঞ্চ মহাদেশ থেকে বাছা পাঁচদিন ব্যপী কুড়িটি ছবির প্রদর্শনী শেষ হল সম্প্রতি। শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ছবি Berlin Syndrome ও তারপর লিথুয়ানিয়ার ছবি Anarchy Parlor দিয়ে। আরম্ভের দুটি ছবির বিষয়ই খুব ভয়ঙ্কর। ব্রাজিলের ছবি Hindu

পঞ্চ মহাদেশীয় ফিল্মোৎসব জমজমাট

গত বছরের মতই ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টসের বাছাই করা ছবির একটি আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসব হয়ে গেল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে।

পঞ্চ মহাদেশ থেকে বাছা পাঁচদিন ব্যপী কুড়িটি ছবির প্রদর্শনী শেষ হল সম্প্রতি। শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ছবি Berlin Syndrome ও তারপর লিথুয়ানিয়ার ছবি Anarchy Parlor দিয়ে।

আরম্ভের দুটি ছবির বিষয়ই খুব ভয়ঙ্কর। ব্রাজিলের ছবি Hindu Friend-এ একজন ক্যান্সার আক্রান্ত বৃদ্ধের চরিত্রে Willem Dafoe প্রাণবন্ত অভিনয় অসাধারন। মন্ট্রিল ফিল্ম ফেস্টিভ্যালে তিনি শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পরষ্কৃতও হয়েছেন।

চেক ছবি The Zookeepr’s Wife’ –এর পটভূমি ১৯৩৯ এর যুদ্ধ বিধ্বস্ত ওয়ারস। অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে ছিল গ্লোব পুরস্কার প্রাপ্ত ইটালির ছবি ‘There is a light’, বার্লিন ফেস্টিভ্যালে পুরষ্কৃত ছবি ‘Nena’, বক্সার রবার্তো ডুরান কে তৈরি করা ছবি ‘Hands of Stones’, ‘Une Historie Banale’। তাছাড়াও ছিল অন্যান্য ফেস্টিভালে দেখানো নির্বাচিত কিছু ছবি।