• facebook
  • twitter
Friday, 27 December, 2024

অনিলের ‘সুবেদার’

ওটিটি জায়ান্ট প্রাইম ভিডিও, সদ্য অনিল কাপুর অভিনীত ‘সুবেদার’-এর টিজার প্রকাশ করেছে। ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণাটি করা হয়।

ওটিটি জায়ান্ট প্রাইম ভিডিও, সদ্য অনিল কাপুর অভিনীত ‘সুবেদার’-এর টিজার প্রকাশ করেছে। ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণাটি করা হয় এবং অনিলের জন্মদিনের দিনেই ট্রেলারটি প্রকাশ করে প্রযোজনা সংস্থা। ছবিতে অনিল একজন অবসরপ্রাপ্ত সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন যিনি উর্দি ত্যাগ করার পরই বিভিন্ন শত্রুর মুখোমুখি হচ্ছেন। রাধিকা মদান তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ‘সুবেদার’-এ।

ছবিটির টিজারে, অনিলকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে দেখা যায় তখন, যখন কিছু দুষ্কৃতী তাঁকে হুমকি দেয় এবং তাঁর বাড়িতে প্রবেশের চেষ্টা করে। অনিলের চরিত্রটি, যাঁকে সবাই ‘চাচা’ বলে ডাকে, আসলে সাধারণ মানুষেরই প্রতীক। তাঁর বন্দুক তুলে ধরে প্রতিবাদ করার ছবিটা, তাই মানুষের মনে রেখাপাত করেছে।