‘ডু নট ডিস্টার্ব’-এর ফার্স্ট লুক

বিচ্ছেদের দোরগোড়ায় এসে এক দম্পতি হঠাৎ করেই আটকে গেল একটি হোটেলের মধ্যে। আর তারপর যেটা ঘটল, তাকে ধুন্ধুমারই বলা চলে। একে অপরকে দোষারোপ করে এমন চিৎকার জুড়ে দিল তারা যে কাক, চিল বসে দায়। এমন সময়ে দম্পতির দরজায় ঠকঠক শব্দ হল। দরজা খুলে দেখা গেল এক বৃদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ঝগড়ারত দম্পতিকে মৃদুস্বরে জানালেন, তাঁদের ঝগড়ার আওয়াজটা কম করলে ভালো হয়, কারণ তাঁর আত্মহত্যা করতে সমস্যা হচ্ছে। কী বুঝলেন? হ্যাঁ এটাই সুপ্রিয় ভৌমিক পরিচালিত ‘ডু নট ডিস্ট্রার্ব’ ছবির বিষয়।

জমজমাট এই কমেডি ছবিতে অভিনয় করছেন কিঞ্জল নন্দ, তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা সরকার।
সমসাময়িক সময়ের নানা ঘটনাই উঠে আসবে ছবিটিতে। ‘ডু নট ডিস্টার্ব’ ছবির গল্প থেকে চিত্রনাট্য ও সঙ্গীত পরিচালনা সবই করছেন সুপ্রিয় নিজেই। টাইটেল ট্র্যাক গেয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি নিবেদন করছে ইতি তোমার সিনেমাওয়ালা। ছবির ফার্স্ট লুক প্রকাশ পেল সম্প্রতি।