সমস্ত গুজব-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছাদনাতলায় দক্ষিণী সুপারস্টার অভিনেতা প্রভাস। তাঁর সম্পর্ক-বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিঙ্গেল। তবে এবার কিন্তু তিনি আর সিঙ্গল নন। ছাঁদনাতলায় যাচ্ছেন দক্ষিণী তারকা প্রভাস।
গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। তবে তাঁকে বরের বেশে দেখতে বহু দিন ধরে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। একসঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে কাজ করার পর অবশেষে দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছিল প্রভাসের। বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। তারপর অনুষ্কাও অতীত। এরপর ‘আদিপুরুষ’ ছবির সময় কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। কিন্তু শেষ পর্যন্ত কোনও অভিনেত্রীকে বিয়ে করছেন না দক্ষিণী তারকা।
জানা যাচ্ছে, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যাকে মন দিয়েছেন প্রভাস। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৪৫ বছর বয়সি অভিনেতাকে এই মুহূর্তে বিনোদন জগতের অন্যতম বিবাহযোগ্য বলে মনে করা হয়। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, প্রেম নয়, একেবারে সম্বন্ধ করে বিয়ে করছেন প্রভাস। বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে। প্রভাসের কাকা তথা অভিনেতা-রাজনীতিবিদ কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়েছেন।