১৯ বছর পর ‘ভূত বাংলা’-এ অক্ষয়-টাবু জুটি

অক্ষয় কুমার এবং টাবু, প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’-র জন্য পুনরায় জুটি বাঁধতে প্রস্তুত। এই হরর-কমেডির শুটিং শুরু হতে চলেছে বলে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে বালাজি মোশন পিকচার্স। তারা অক্ষয় কুমার এবং টাবুর একটি ছবি পোস্ট করে। প্রায় ১৯ বছর পর ‘ভূত বাংলা’-র জন্য পুনরায় মিলিত হয়েছেন দু’জনে।

অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন, এই আইকনিক জুটি অতীতে ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘গরম মশলা’, ‘ভাগম ভাগ’, ‘খট্টা মিঠা’ এবং ‘দে দানা দান’-সহ বহু উল্লেখযোগ্য হিট দিয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে, ‘ভূত বাংলা’র ঘোষণা করা হয়েছিল। একতা কাপুরের প্রযোজনায় এটি ২০২৬ সালের ২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।