ফারহানের নতুন ছবি ‘১২০ বাহাদুর’

পোস্টার চিত্র

১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি সামরিক অ্যাকশন ছবি ‘১২০ বাহাদুর’। এটি রেজাং লা-র যুদ্ধ থেকে অনুপ্রেরণা লাভ করে।

রেজাং লা যুদ্ধের ৬২তম বর্ষে অভিনেতা-পরিচালক ফারহান আখতার ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আত্মত্যাগী ১২০ জন সাহসি সৈনিককে শ্রদ্ধা জানান। ছবিতে তাঁর ফার্স্ট লুকও শেয়ার করেছেন ফারহান।

পোস্টারে ফারহানকে ভারতীয় সেনাবাহিনীর এক সৈনিকের ইউনিফর্মে দেখা গেছে। রেজাং লা যুদ্ধকে ঘিরে তাঁর ছবি তৈরিকে ঘিরে ফারহান ইনস্টাগ্রামে লিখেছেন, ‘১৯৬২ সাল থেকে ৬২ বছর হয়ে গেছে। আজ আমরা রেজাং লা-র বীরদের অতুলনীয় সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। ‘১২০ বাহাদুর’ ছবির সূত্রে মেজর শয়তান সিং এবং তাঁর বীর সৈনিকদের বীরত্ব এবং অদম্য সাহসের প্রতি এটি আমাদের শ্রদ্ধাঞ্জলি।’