• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুম্বাই ‘নাচানো’ বাঙালি কন্যার বিদায়  

মুম্বাই ,২১ ফেব্রুয়ারি — একসময় তাঁর নাচের তালে নেচে উঠছে মুম্বাই থেকে গোটা দেশ। তিনি বাঙালি কন্যা বেলা বোস। একদা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী বেলা বসু ৮২ বছর বয়েসে পরলোক গমন করলেন। বর্ষীয়ান এই শিল্পী সোমবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ষাটের দশকে আপন দক্ষতায় বলিউড জয় করে নিয়েছিলেন এই বাঙালি কন্যা। তাঁর অভিনয়ের প্রশংসা

মুম্বাই ,২১ ফেব্রুয়ারি — একসময় তাঁর নাচের তালে নেচে উঠছে মুম্বাই থেকে গোটা দেশ। তিনি বাঙালি কন্যা বেলা বোস। একদা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী বেলা বসু ৮২ বছর বয়েসে পরলোক গমন করলেন। বর্ষীয়ান এই শিল্পী সোমবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ষাটের দশকে আপন দক্ষতায় বলিউড জয় করে নিয়েছিলেন এই বাঙালি কন্যা। তাঁর অভিনয়ের প্রশংসা লোকের মুখে মুখে শোনা যেত। তবে বেলার পারদর্শিতা ছিল নাচে।

শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউডের গান, সব নাচেই সমান পারদর্শী ছিলেন বেলা। নৃত্যশিল্পী হিসাবে তিনি এক সময় এতই জনপ্রিয়তা লাভ করেছিলেন যে, অনেকে তাঁকে হেলেনের সঙ্গে তুলনা করতেন। হেলেন, অরুণা ইরানিদের মতো তারকার সঙ্গে উচ্চারিত হত বেলার নামও। ১৯৪১ সালের ১৮ এপ্রিল কলকাতায় জন্ম বেলার। তাঁর বাবা অমূল্যরতন বসু কাপড়ের ব্যবসা করতেন। আর্থিক সঙ্কটের মুখে পড়ে ১৯৫১ সালে পরিবার নিয়ে পাড়ি দেন মুম্বই। কিন্তু নতুন শহরে সংসার গুছিয়ে উঠতে না উঠতেই ছন্দপতন। ১৯৫৩ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বেলার বাবার। অমূল্যরতনের মৃত্যুর পর সংসারের হাল ধরেন বেলার মা লীলাবতীদেবী। নার্স হিসাবে হাসপাতালে যোগ দেন তিনি। ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন বেলা। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি মায়ের পাশে দাঁড়ান। চার ভাইবোনের সংসারের ভার আসে তাঁর কাঁধেও। হিন্দি ছবিতে গ্রুপ ডান্সার হিসাবে ছোটখাটো সুযোগ পেতেন বেলা। পেশা হিসাবে সেটাই আঁকড়ে ধরেন। বলিউডে একক নৃত্যশিল্পী হিসাবে বেলার প্রথম ব্রেক ছিল ‘ম্যাঁয় নশে মে হুঁ’ ছবিতে। রাজ কপূর এবং মালা সিনহা অভিনীত ছবিটিতে বেলার নাচ নজর কেড়েছিল। এর পর ১৯৬২ সালে মাত্র ২১ বছর বয়সে বলিউডে প্রথম নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন বেলা। এরপর জয় সন্তোষী মা ছবিতেও নজর করেন তিনি।