• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

তার জন্যই অপেক্ষায়

একেই বলে ‘সবুরের ফল’৷ বহুদিন সিনেমায় তার অভিনয় দর্শকদের বেশ মন কেড়েছে৷ বেশ প্রশংসিত হয়েছেন৷ তবে এবার যেন বিশ্বজয়ের বার্তা৷ একের পর এক পুরষ্কার যেন তার জন্যই অপেক্ষা করে রয়েছে৷ কদিন আগেই ঘরে তুলেছেন গ্লোল্ডেন গ্লোব৷ মনোনয়ন পেয়েছেন আসন্ন অস্কারেও৷ তবে এর আগেই চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) নিজের করে নিলেন

একেই বলে ‘সবুরের ফল’৷ বহুদিন সিনেমায় তার অভিনয় দর্শকদের বেশ মন কেড়েছে৷ বেশ প্রশংসিত হয়েছেন৷ তবে এবার যেন বিশ্বজয়ের বার্তা৷ একের পর এক পুরষ্কার যেন তার জন্যই অপেক্ষা করে রয়েছে৷ কদিন আগেই ঘরে তুলেছেন গ্লোল্ডেন গ্লোব৷ মনোনয়ন পেয়েছেন আসন্ন অস্কারেও৷ তবে এর আগেই চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) নিজের করে নিলেন অভিনেত্রী এমা স্টোন৷ সেরা অভিনেত্রীর মুকুট পরেছেন তিনি৷
ইয়োরগাস লান্থিমোস নির্মিত এমার সিনেমা ‘পুওর থিংস’ সেরা অভিনেত্রীসহ ৫টি বিভাগে পুরস্কৃত হয়েছে৷  লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে৷ তবে ৭৭তম এই আসরে সবটুকু আলো নিজের করে নিয়েছে ক্রিস্টোফার নোলান নির্মিত সিনেমা ‘ওপেনহাইমার’৷
গত বছরের তুমুল আলোচিত ও প্রশংসিত সিনেমাটি ৭টি বিভাগে পুরস্কৃত হয়েছে৷ এর মধ্যে সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা বিভাগও রয়েছে৷ এবারের আসরে সবচেয়ে আলোচিত বক্স অফিস সিনেমা নির্বাচিত হয়েছে গ্রেটা গারউইগের ‘বার্বি’৷ এছাড়াও এবারের আসরে সেরা ব্রিটিশ সিনেমার পুরস্কার ঘরে তুলেছে দ্য জোন অব ইন্টারেস্ট৷