বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিভা ছিল বহুমুখী। চলচ্চিত্র ছাড়াও সাহিত্য, সঙ্গীত ও অঙ্কনে তাঁর অনন্য অবদান রয়েছে।
সত্যজিৎ সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ফেলুদা’। বুদ্ধি, পর্যবেক্ষণ ও মগজাস্ত্রের জোরে যাকে অন্যান্য গােয়েন্দাদের থেকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করেছে। ফেলুদার কাহিনি শুধু দেশের বিভিন্ন ভাষায় নয়, অনেক বিদেশি ভাষাতেও অনুদিত হয়েছে। ফেলুদাকে নিয়ে ছবি করেছেন সত্যজিৎ রায় স্বয়ং। পরে সন্দীপ রায়ও। কমিকসও রচনা হয়েছে ফেলুদাকে নিয়ে।
ফেলুদা’র চরিত্র সৃষ্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে তরুণ চলচ্চিত্রকার সাগ্নিক চট্টোপাধ্যায় একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন ‘ফেলুদা : ফিফটি ইয়ারস অফ রয়’স ডিটেকটিভ’ শিরােনামে। সাহিত্যে সৃষ্ট কল্পিত কোনও চরিত্র নিয়ে এ ধরনের বায়ােপিক সম্ভবত ভারতে এটাই প্রথম।
তথ্যচিত্রটিতে নানাভাবে অংশ নিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমেন্দু রায়, সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, কুশল চক্রবর্তী, সিদ্ধার্থ চ্যাটার্জি, সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, আশিষ নন্দী প্রমুখ।