বার্ন,২০ ডিসেম্বর — তিনি বরাবরই কেন্দ্রবিন্দুতে। কখনো ‘পদ্মাবতে’ খিলজির ভূমিকায় অভিনয় করে দারুন অভিনয়ের প্রশংসা কুড়িয়ে কখনো নগ্ন ফটোশুট করে। এ সব তো মোটামুটি সবাই জানে। কিন্তু এটা জানেন কি সুইজারল্যাদের মত শহরে তাঁর নাম চলে গোটা একটা ট্রেন। ভারতীয় এই তারকার নামে আস্ত একটা ট্রেনের নামকরণ করল সুইৎজারল্যান্ড সরকার। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইৎজারল্যান্ডের মত শহরে ট্রেনের নামকরণ। নাম দেওয়া হয়েছে ‘রণবীর অন টুর’। ট্রেনে চড়তে পারবেন পর্যটকরা। আল্পসের বিখ্যাত গোল্ডেন লাইনে চলবে এই ট্রেন। আজ ৩০ এপ্রিল থেকেই যাত্রা শুরু করলো ‘রণবীর অন ট্যুর’।
সুইৎজারল্যান্ডের নৈস্বর্গিক দৃশ্য সেলুলয়েডে দেখিয়েছিলেন যশ চোপড়া । সে দেশে রয়েছে যশ চোপড়ার একটি মূর্তিও। সেই যশের প্রযোজনায় ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের। ‘আলাউদ্দিন খিলজি’র অন্যতম পছন্দের জায়গা সুইজারল্যান্ড। রণবীরের ক্যারিয়ারগ্রাফও তুঙ্গে।