‘মামি’ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ উপস্থিত ছিলেন ৮০-র দশকের বলিউডের জনপ্রিয় নায়িকা ডিম্পল কাপাডিয়া, সঙ্গে ছিলেন তাঁর মেয়ে টুইঙ্কেল খান্নাও। আসলে স্বামী অক্ষয় কুমারের সঙ্গে টুইঙ্কেল খান্নাও উপস্থিত হন মামি ফিল্ম ফেস্টিভ্যালে, ডিম্পল কাপাডিয়ার নতুন ছবি ‘ গো নোনি গো ’-এর সম্প্রচারে। সেখানেই পাপারাজ্জিদের দেখে তিনি মুচকি হাসেন তিনি। পাপারাজ্জিরা যখন ডিম্পল কাপাডিয়াকে অনুরোধ করেন, মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে- তখন তিনি এক অদ্ভুত কথা বলে বসেন। যা শুনে অবাক হন সেখানে উপস্থিত সমস্ত দর্শক।
কী সেই কথা ? ডিম্পেল বলেন, ‘ আমি জুনিয়রদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলি না, শুধুমাত্র সিনিয়রদের সঙ্গেই ছবি তুলি ‘। আর এই ঘটনার পরই প্রশ্ন সামনে আসছে তাহলে কি মা মেয়ের মধ্যে দুরত্ব বেড়েছে? যার জন্যই কি তিনি রাজি হলেন না পাপারাজ্জিদের সামনে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে?
তবে, স্বামী অক্ষয় কুমারের সঙ্গে টুইঙ্কেল খান্না কিন্তু পাপারাজ্জিদের আবদারে নিখুঁত ছবি তুলেছেন। টুইঙ্কেল খান্নার পরনে ছিল হলুদ রঙের শাড়ি যা নজর কেড়েছিল সবার। তারকা দম্পতি মুখে বড় হাসি নিয়ে শাটারবাগদের জন্য পোজ দেন।
উল্লেখ্য, ডিম্পলের আগামী ছবি ‘ গো নোনি গো ‘ ছবিটি তৈরি হয়েছে তাঁর মেয়ে টুইঙ্কেলের আকর্ষণীয় ছোটগল্প ‘ সালাম নোনি আপ্পা ‘ থেকে। গল্পটি নোনি নামে পঞ্চাশ বছরের এক মহিলাকে ঘিরে আবর্তিত, যাঁর জীবন একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন তিনি একজন যোগ শিক্ষকের সঙ্গে দেখা করেন। এই ঘটনা তাঁর জীবনে রোম্যান্সের সূত্রপাত করে। তাঁর বোন বিন্নি, ব্যান্ডওয়াগনে যোগ দেয় এবং দু’জনের জীবনের পরবর্তী সময়ে প্রেম এবং সম্পর্কের উত্থান-পতনগুলি এক আশ্চর্য নাটকীয়তা তৈরি করে। এই ছবিতে অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন আয়েশা রাজা, মানব কৌল, আথিয়া শেঠি প্রমুখ। সহ-লেখক নিখিল সাচানের পাশাপাশি সোনাল ডাবরাল চিত্রনাট্য ও পরিচালনা উভয় বিষয়েরই দায়িত্বই গ্রহণ করেছেন। ডিম্পল সাগর, বিক্রম, জানবাজ, বিস সাল বাদ, রাম লখন-এর মতো ছবির জন্য বহুল পরিচিত। সাম্প্রতিক সময়ে, তাকে ‘তু ঝুঠি মে মক্কার’ , ‘ তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘মার্ডার মুবারক -এর মতো ছবির সূত্রে আবার আলোচনায় উঠে এসেছেন।