• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

দেবের ফ্যান ক্লাবের হুমকি, আলিপুর আদালতে বয়ান রেকর্ড জিনিয়ার

খাদান রিলিজ হওয়ার পর অভিনেতা দেব বলেছিলেন, শিবপ্রসাদের বহুরূপী ছবি ২০২৪ সালের বড় হিট। তখনই আচমকা শিবপ্রসাদকে হুমকি দেন দেবের ফ্যান ক্লাবের সদস্যরা।

শনিবার আলিপুর আদালতের পথে জিনিয়া সেন। নিজস্ব চিত্র

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। পরিচালকের স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট ও হুমকি নিয়ে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। অভিযোগ উঠেছিল দেবের ফ্যান ক্লাবের বিরুদ্ধে। দেবভক্তদের কুকীর্তির ঘটনায় এবার আলিপুর আদালতে নিজের বয়ান রেকর্ড করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী ও চিত্রনাট্যকার জিনিয়া সেন।

খাদান রিলিজ হওয়ার পর অভিনেতা দেব বলেছিলেন, শিবপ্রসাদের বহুরূপী ছবি ২০২৪ সালের বড় হিট। তখনই আচমকা শিবপ্রসাদকে হুমকি দেন দেবের ফ্যান ক্লাবের সদস্যরা। গালিগালাজ, ট্রোল, এমনকি পরিচালকের স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট করে তারা। তারপরই লালবাজারের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ করেন দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসে পুলিশ।

সূত্রের খবর, তদন্ত প্ৰক্রিয়া যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করতে শনিবার জিনিয়ার বয়ান রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘আমার বস’ মে মাসের ৯ তারিখে মুক্তি পাবে। এই সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্ব সামলেছেন জিনিয়া সেন।