• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

আটক জিমি শেরগিল

কোভিড নির্দেশ লঙ্ঘন করে শুটিং চালিয়ে যাওয়ার অভিযােগে ডিরেক্টর ই নিবাস ও অভিনেতা জিমি শেরগিল সহ টিমের ৩২ জন। সদস্যকে আটক করল পুলিশ।

জিমি শেরগিল (Photo:Facebook@jimmysheirgill)

কোভিড নির্দেশ লঙ্ঘন করে শুটিং চালিয়ে যাওয়ার অভিযােগে ডিরেক্টর ই নিবাস ও অভিনেতা জিমি শেরগিল সহ টিমের ৩২ জন। সদস্যকে আটক করল পুলিশ। মঙ্গলবার লুধিয়ানার আর্য সিনিয়র সেকেন্ডারি। স্কুলে রাত আটটার পর ওয়েব সিরিজ ইওর অনারের শুটিং চলছিল।

করােনা ভাইরাসের সংক্রমণের কারণে রাজ্যের সর্বত্র সন্ধ্যে ছ’টা থেকে কার্ফু জারি করা হয়েছে। সাবইন্সপেক্টর মনিন্দর কউর বলেন, ডিরেক্টর ইনিবাস, জিমি শেরগিল, আকাশদীপ সিং, মনদীপ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারা ও ২৬৯ ধারায় এফআইআর করা হয়েছে।

পাশাপাশি মহামারী রােধ আইনের ৩ নং ধারাতেও অভিযোেগ দায়ের করা হয়েছে। টিমের অন্য ক্রিউদেরও আটক করা হয়েছে। তিনি বলেন, গতকাল রাতে পুলিশ ওই স্কুলে গিয়ে দেখে একশ’র বেশি মানুষ ভিড় করে শুটিং দেখছে।