এক ভয়ঙ্কর অভিশাপ, হাসপাতাল থেকে লাশ চুরি, এক দেহ থেকে অন্য দেহে আত্মার যাওয়া আসা! তবে কি ভয়ংকর কোনও অশুভ ঘটনা ঘটতে চলেছে ? তন্ত্রসাধনার আলো-আঁধারি পথে, সেই রহস্য সমাধানে অশুভ শক্তির সঙ্গে লড়াই করবেন ‘ভাদুড়ি মশাই’।
সৌভিক চক্রবর্তীর গল্পের একটি জনপ্রিয় চরিত্র হলেন এই ‘ভাদুড়ি মশাই’। যখন যুক্তি-বুদ্ধি দিয়ে কোনও আধিভৌতিক ঘটনার সমাধান প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন হঠাৎই আবির্ভূত হয়ে, সেই সমস্যার সমাধান করেন এই তন্ত্রসাধক। গত বছর তাঁকে কেন্দ্রে রেখে তৈরি হওয়া ‘পর্ণশবরীর শাপ’ দর্শকদের মন কেড়েছিল। আর এবার ভূত চতুর্দশীর দিন আসছে ভাদুড়ি মশাইয়ের গা ছমছমে দ্বিতীয় রোমহর্ষক সিরিজ ‘নিকষ ছায়া’। প্রথমটির মতো এটিও দেখা যাবে হইচই ওয়েব প্ল্যাটফর্মে। পরিচালনার দায়িত্বে পরমব্রত চট্টোপাধ্যায়। সিরিজে ভাদুড়ি মশাই আর কেউ নন, সেই চিরঞ্জিত চক্রবর্তী।
চিরঞ্জিত ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস এবং অর্ণ মুখোপাধ্যায়। পরিচালক পরমব্রতর বক্তব্য, প্রথম পর্বের পর তিনি যেভাবে দর্শকদের প্রশংসা পেয়েছেন, তা থেকেই তিনি এটির পরের পর্বের কথা ভাবেন। এই সিরিজ যে দর্শকদের ভালো লাগবে, তা নিয়ে আশাবাদী তিনি। ‘ভাদুড়ি মশাইয়’-এর চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী যে অসাধারণ, তা নিয়ে কোনও সংশয় নেই পরমব্রতর। অন্যান্যরাও দুর্দান্ত অভিনয় করেছেন বলেও জানালেন পরিচালক। তাহলে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা— তারপর দর্শকরা বুঁদ হবেন ‘ভাদুড়ি মশাইয়’-এর দ্বিতীয় কাহিনি ‘নিকষ ছায়া’ ওয়েব সিরিজে।