স্টান্টম্যান ছাড়াই শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। মুম্বইতে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করতে গিয়ে বুকে চোট লাগে তাঁর।
এদিন ‘হান্টার’ নামের এই ওয়েব সিরিজটির একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং ক্যামেরাবন্দি করছিলেন সুনীল। সাধারণত তিনি অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের সময় কোনও স্টান্ট ম্যানের সাহায্য নেন না। এবারও সেই অ্যাকশন দৃশ্যে নিজেই শ্যুটিং করছিলেন। তাঁর বিপরীতে ছিলেন আরও পাঁচজন অ্যাকশন পারফর্মার। আর সেটা করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুনীল শেট্টি।
প্রসঙ্গত অ্যাকশন ধর্মী ওয়েব সিরিজ ‘হান্টার: টুটেগা নেহি তোড়েগা’। ৮টি এপিসোডের এই সিরিজের পরিচালক প্রিন্স ধিমান এবং অলোক বাতরা। সুনীল শেট্টি এই সিরিজের এসিপি-র চরিত্রে অভিনয় করছেন। তিনি ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন এশা দেওল, রাহুল দেব, মিহির আহুজা, বরখা, টিনা সিং, সিদ্ধার্থ খের, পবন চোপড়া সহ প্রমুখরা। এছাড়া আরও একটি সিরিজে অভিনয় করছেন সুনীল শেট্টি। সিরিজটির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।
জানা গিয়েছে, এই অ্যাকশন দৃশ্যে শ্যুটিংয়ের সময় ভুলবশত একটি কাঠের পাটাতন ছিঁটকে যায়। যেটা সুনীল শেট্টির বুকে গিয়ে সজোরে আঘাত করে। এরফলে তিনি বুকের পাঁজরে প্রচণ্ড জোরে চোট পান। ঘটনার সঙ্গে সঙ্গে শ্যুটিং ফ্লোরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে চড়তে শুরু করে উত্তেজনার পারদ। তবে ঘটনার পর দ্রুত চিকিৎসক ডেকে এনে তাঁর চিকিৎসা করা হয়। করা হয় এক্স-রে। দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। সূত্রের খবর, তাঁর চোট তেমন গুরুতর নয়। সেজন্য একটু পরেই তিনি অনেকটা স্বাভাবিক হয়ে গেলে ফের শ্যুটিং শুরু করে দেন।
যদিও দুর্ঘটনার পর অভিনেতার পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোনও বিবৃতি প্রকাশ না করলেও সুনীল শেট্টি নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি স্পষ্ট করেন। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য অনুরাগীদের ধন্যবাদ ও ভালোবাসা জানান। তিনি ভক্তদের উদ্দেশ্যে জানান, তাঁর চোট তেমন গুরুতর নয়। তিনি এখন সুস্থ রয়েছেন। এমনকি প্রস্তুত রয়েছেন পরবর্তী শ্যুটিংয়ের জন্যও।