খুব শীঘ্রই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরির কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর, আগামী জুলাই মাসেই শ্যুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি পুরুষ ও প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্টের এই আত্মজীবনীমূলক ছবি নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তার কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলার ‘দাদা’ সৌরভের চরিত্রে ঠিক কাকে বাছা হবে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় মানে বাঙালির এক বুক আবেগ। তিনিই এই কলকাতা শহরের ‘মহারাজ’। তাঁকে নিয়ে বায়োপিক মানে ‘দাদা’ সম্পর্কে অনেক জানা-অজানা গল্প নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। আর সেই বায়োপিক নিয়ে বাঙালির উৎসাহ-উদ্দীপনা থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। সিনেমাপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছে। প্রায় তিন বছর আগে এই ছবি তৈরি নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বারবার সেই উদ্যোগ পিছিয়ে যায়। আশা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হয়ে যাবে। শ্যুটিংয়ের প্রথম কাজ শুরু হবে কলকাতাতেই। আগামী জুলাইয়ের মধ্যেই শ্যুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
কিন্তু সৌরভের চরিত্রে ঠিক কাকে বাছা হতে পারে? স্ত্রী ডোনার চরিত্রে ঠিক কে অভিনয় করবেন, এই নিয়ে গুঞ্জন চলছেই। এ বিষয়ে জানা গিয়েছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। আর স্ত্রী ডোনার চরিত্রে ইতিমধ্যেই অ্যানিম্যাল-খ্যাত তৃপ্তি দিমরিকে পছন্দ করেছেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলি। বেশ কয়েক সপ্তাহ আগে সৌরভ নিজে একথা জানিয়েছিলেন।
তবে এব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্ক্রিপ্ট রেডি হলে তবেই চূড়ান্ত করা হবে। এখন শেষ পর্যন্ত ঠিক কাকে চূড়ান্ত করা হয়, সেটাই এখন দেখার। প্রথমে রণবীর কাপুরকে সৌরভের চরিত্রে ভাবা হলেও আয়ুষ্মানকে ভাবার অনেকগুলো কারণ রয়েছে। কারণ সৌরভের মতোই আয়ুষ্মান বাঁ হাতি ব্যাটসম্যান। তিনি একসময় অনূর্ধ্ব-১৯ জেলা স্তরের ক্রিকেটও খেলতেন। ফলে আয়ুষ্মান ‘দাদা’র চরিত্র অনেকটা ফুটিয়ে তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে। যদিও আয়ুষ্মানের নাম এখনও চূড়ান্ত করা হয়নি।
এদিকে চলতি ফেব্রুয়ারি মাসেই চিত্রনাট্য তৈরির কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে মার্চের প্রথমে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চিত্রনাট্য সমাপ্ত করার জন্য ‘দাদা’ সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে তার সময়ের একাধিক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাঁরা সৌরভ সম্পর্কে অনেক অজানা তথ্য দিতে পারেন। ইতিমধ্যে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-এর সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। কারণ, তাঁর কাছ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে অনেক মজাদার তথ্য উঠে আসতে পারে।