নিজস্ব প্রতিনিধি- কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অমিতাভ বচ্চন।
৮ মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ‘ডিলিট’ সম্মান তুলে দেওয়া হবে বিগ বি-র হাতে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে। তবে তিনি সম্মতি জানিয়েছেন কিনা জানা যায়নি।
বিগ বি ছাড়াও ডিলিট প্রাপকের তালিকায় রয়েছেন বিষনুপুর ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সাহিত্যক নবনীতা দেবসেন এবং চিত্রশিল্পী যতীন দাস।
কলকাতার সঙ্গে অমিতাভের সম্পর্ক গভীর। তাঁর কর্মজীবনের শুরু এই কলকাতা থেকেই। চলচ্চিত্র অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সিনেমার শ্যুটিং এর কারণে বহুবার এসেছেন এ শহরে। নিজের ‘বাংলার জামাই’ হিসেবে পরিচয় দিতেও স্বচ্ছন্দ বোধ করেন।
এহেন অমিতাভকে ডিলিট দিয়ে সম্পর্ক আরও মজবুত করতে চাইল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।