• facebook
  • twitter
Monday, 27 January, 2025

চুপিসারে বিয়ে করলেন টলিউড অভিনেতা জয়

টলিউডে ফের বিয়ের সানাই বাজল। চুপিসারে বিয়ে করলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। একসময় সিনেমা, সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন তিনি।

টলিউডে ফের বিয়ের সানাই বাজল। চুপিসারে বিয়ে করলেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। একসময় সিনেমা, সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন তিনি। যদিও দীর্ঘদিন তাঁর দেখা মেলে না পর্দায়। জেলা আদালতের বিচারক অলিভিয়া ভট্টাচার্যকে বিয়ে করেছেন জয়। বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজেই সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন জয়।

শনিবার বারাসতের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল বিবাহবাসর। জয়ের পরনে ছিল জরির কাজ করা সাদা পঞ্জাবি এবং লাল চিকনের ধুতি। আর অলিভিয়া সেজেছিলেন লাল বেনারসিতে। কর্মসূত্রে মেদিনীপুরে থাকেন অলিভিয়া। গত এক বছর ধরে তাঁর সঙ্গে প্রেম করেছেন জয়। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। একসময় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও জয় মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল। যদিও পরে তা ভেঙে যায়।

রবিবার সন্ধ্যায় জয়ের উত্তরপাড়ার বাড়িতে রিসেপশন হবে। জয় জানালেন, ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে খুব দ্রুত একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি। সম্প্রতি ‘শ্রীদুর্গা’ ছবির শুটিং সেরেছেন জয়। অলিভিয়া ভট্টাচার্য বারাসতের মেয়ে। পড়াশোনা করেছেন ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলে। এরপর উচ্চশিক্ষা নেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। পশ্চিম মেদিনীপুর সদর আদলতের একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট অলিভিয়া।

২০০৯ সালে ‘লক্ষ্যভেদ’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন জয়। তাঁর অভিনীত সিনেমাগুলি হল – ‘টার্গেট’, ‘মনে পড়ে আজও সেই দিন’, ‘অস্ত্র’, ‘আমি যে কে তোমার’। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন জয়। প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে শুটিং ফ্লোরে চড় মারারও অভিযোগ ওঠে। ফলস্বরূপ ‘জিয়নকাঠি’ ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন। কয়েক বছর আগে ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল জয়কে। বাংলাদেশের ‘রঙ্গনা’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।