স্ক্যাম থেকে বাঁচাতে আয়ুুষ্মান

মেটা তার নিরাপত্তা প্রচার, ‘স্ক্যামস সে বচো’ চালু করেছে সম্প্রতি। অনলাইন স্ক্যাম থেকে কীভাবে নিরাপদে থাকতে হবে এবং নিরাপত্তার সঙ্গে ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করতে হবে- সে বিষয়ে মানুষকে সচেতন করতে, বলিউড তারকা আয়ুষ্মান খুরানার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মেটা।

শিক্ষামূলক প্রচারাভিযানটির সঙ্গে মানুষ তাদের দৈনন্দিন জীবনে সম্মুখীন হওয়া কিছু ঘটনার মিল খুঁজে পাবেন। মানুষকে সতর্ক থাকতে এবং কোনও পদক্ষেপ নেওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করছেন আয়ুষ্মান।

প্রচার ছবিতে দেখা যাচ্ছে, আয়ুষ্মান একটি বিবাহের অনুষ্ঠানের অতিথি হিসাবে অভিনয় করেছেন, যিনি স্ক্যামের শিকার হওয়া মানুষের মুখোমুখি হচ্ছেন এবং তাদের বিপদের ঝুঁকি থেকে বাঁচাচ্ছেন। মেটা-র এই ভিডিওতে মানুষকে স্ক্যাম, জালিয়াতি এবং থ্রেট থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনীয় সুরক্ষা টিপ্স দিয়ে সচেতন করা হয়েছে।