• facebook
  • twitter
Friday, 20 December, 2024

পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন

‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পরে মুক্তি পাচ্ছে হলে আগামী ৩ জানুয়ারি ২০২৫।

সুমন ঘোষের ডকুমেন্টারি ফিল্ম ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর পরে মুক্তি পাচ্ছে হলে আগামী ৩ জানুয়ারি ২০২৫। ডকুমেন্টারির মধ্যে দিয়ে সুমন বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে চেনাতে চেষ্টা করেছেন অপর্ণা সেনকে। আর এই কাজে তাঁকে সাহায্য করেছেন অপর্ণা ও তাঁর পরিবার এবং সহকর্মীদের অনেকেই।

ছোটবেলা থেকেই বাড়িতে বসেই বিদেশের স্বনামধন্য পরিচালকদের তৈরি ছবি দেখার প্রভাবের কথা নিঃসংকোচে স্বীকার করেন অপর্ণা। আর তাই প্রথম ছবিতেই বিশ্বের দরবারে বাজিমাত করেন তিনি। আর দ্বিতীয় ছবি সেই বিখ্যাত ছকভাঙা ছবি, যা তিনি করেন ১৯৮৫ তে- যেখানে নারী স্বাধীনতা নিয়ে কূপমণ্ডূক বাঙালির ঘরে ঘরে শুরু হয় বিতর্ক! ‘মেয়েরা কারও ব্যক্তিগত আসবাব বা সম্পত্তি নয়!’ তিনি বলেন স্পষ্টভাষায়। বিশ্ববন্দিত চলচচ্চিত্র সমালোচক চিদানন্দ স্বয়ং বলে গেছিলেন ‘পরমা’ অপর্ণার প্রথম ছবির থেকেও আরও একধাপ এগিয়ে!

কিন্ত তথ্যচিত্রে, অভিনেত্রী হিসেবে অপর্ণার বিকাশকেও খাটো করেননি পরিচালক। তথ্যচিত্রে বক্তব্য রেখেছেন অপর্ণার কন্যা কঙ্কনা সেন শর্মা এবং কমলিনী। এছাড়াও তাঁকে নিয়ে বলেছেন অঞ্জন দত্ত, শবানা আজমি, কৌশিক সেন, কল্যাণ রায় সহ অনেকেই। উঠে এসেছে, গয়নার বাক্স, জাপানিজ ওয়াইফ সহ নানা ছবির কথাও। স্থান পেয়ে অপর্ণা অভিনীত ছবির ফুটেজ। অপর্ণা নিঃসন্দেহে এক বহুমুখী প্রতিভার অপর নাম। সুমন একটি অন্য ধরনের ডকুমেন্টারি তৈরি করেছেন, অপর্ণা যেখানে একটি যুগের প্রতিভূ।