• facebook
  • twitter
Sunday, 5 January, 2025

অনুরাগ চললেন দক্ষিণে

সাম্প্রতিক এক কথোপকথনে তিনি লাভ, রিমেক, চলচ্চিত্র নির্মাণের ব্যয় বৃদ্ধি এবং আরও অনেক কিছু নিয়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচনা করেছেন।

গ্যাংস অফ ওয়াসেপুরের পরিচালক অনুরাগ কাশ্যপ, হিন্দি ছবির পরিস্থিতি নিয়ে গভীরভাবে হতাশ। সাম্প্রতিক এক কথোপকথনে তিনি লাভ, রিমেক, চলচ্চিত্র নির্মাণের ব্যয় বৃদ্ধি এবং আরও অনেক কিছু নিয়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সমালোচনা করেছেন।

তিনি বলেন, তাঁর ছবি করার আনন্দ লোপ পেতে বসেছে। এখনকার অভিনেতারা ভালো অভিনেতা হওয়ার পরিবর্তে ‘তারকা’ হওয়ার দিকে ঝুঁকছেন। এদিকে ছবির কাজ শুরু হওয়ার আগে থেকেই নির্দেশককে ভাবতে হয়, কীভাবে সেটি বিক্রি করবেন। সেই জন্যই তিনি সরে যেতে চান। মুম্বাই ছেড়ে দক্ষিণে যাচ্ছেন তিনি, কারণ সেখানে উদ্দীপনা এখনও আছে। আপাতত দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিকেই তাঁর কাজের ক্ষেত্র করতে চান অনুরাগ।