• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

‘কেশরী চ্যাপ্টার ২ – দ্য আনটোল্ড চ্যাপ্টার অফ জালিয়ানওয়ালাবাগ’

অক্ষয় কুমার এবং অনন্যা পান্ডে অভিনীত কেশরী চ্যাপ্টার ২-দ্য আনটোল্ড চ্যাপ্টার অফ জালিয়ানওয়ালাবাগ ছবিটি এবছর ১৮ এপ্রিল মুক্তি পাবে।

অক্ষয় কুমার এবং অনন্যা পান্ডে অভিনীত কেশরী চ্যাপ্টার ২-দ্য আনটোল্ড চ্যাপ্টার অফ জালিয়ানওয়ালাবাগ ছবিটি এবছর ১৮ এপ্রিল মুক্তি পাবে বলে ঘোষণা করেছেন নির্মাতারা। এঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন আর মাধবন। করণ সিং ত্যাগী পরিচালিত এই ছবিটি, ২০১৯ সালের ছবি কেশরীর একটি সিক্যুয়েল।

সি শঙ্করণ নায়ারের জীবনের উপর ভিত্তি করে তৈরি এ ছবি, যিনি একজন বিখ্যাত আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য লড়াই করেছিলেন। ব্রিটিশ রাজের বিরুদ্ধে তাঁর আইনি লড়াই ভারতের ন্যায়বিচারের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। ছবিটি রঘু পালট এবং পুষ্প পালটের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ বইটি থেকে অনুপ্রাণিত। শঙ্করণ নায়ারের প্রপৌত্র রঘু পালট ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করে ঐতিহাসিক আদালতের লড়াইয়ের ঘটনাগুলি তুলে ধরেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য শঙ্করণ নায়ার, ঔপনিবেশিক অবিচারের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রথম ‘কেশরী’ ছবিটি ১৮৯৭ সালের সারাগড়ির যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হলেও, নতুন ছবিতে থাকবে ১৯১৯ সালের ১৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে সংঘটিত জালিয়ানওয়ালাবাগ গণহত্যার পটভূমি। ব্রিটিশ ব্রিগেডিয়ার-জেনারেল রেজিনাল্ড ডায়ার, বৈশাখীর দিনে জালিয়ানওয়ালাবাগে সমবেত হওয়া ১৫,০০০-এরও বেশি নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর জন্য সৈন্যদের নির্দেশ দেন। অন্যায্য রাউলাট আইনের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জনতা সেদিন জড়ো হয়েছিল।

এই মর্মান্তিক ঘটনাকে, দেশের ইতিহাসের অন্যতম অন্ধকারতম ঘটনা বলে মনে করা হয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি সমাবেশের এই নারকীয় হত্যা, ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী মনোভাবকে শক্তিশালী করে তুলেছিল। ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেক্টিভ এবং কেপ অফ গুড ফিল্মস।