জয়া বচ্চনের রাগ, মুড সুইং নেট দুনিয়ার আকছার দেখা যায়। কখনও ছবি তুলতে গিয়ে রেগে যান, কখনও বা পাপারাৎজির উপরে রাগ ঢেলে দেন। সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমাটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন জয়া বচ্চন। ছবির নাম নিয়ে ক্ষোভ উগরে অভিনেত্রী বলেছিলেন, যে সিনেমার এমন নাম, সেটা কেউ খুব একটা দেখতে যাবেন না, এটাই আশা করা যায়। এমনকী ছবিটিকে ‘ফ্লপ’ বলেও উল্লেখ করেছিলেন জয়া। এবার জয়া বচ্চনকে পাল্টা উত্তর দিলেন অক্ষয় কুমার। মিষ্টি মুখেই দিলেন কটাক্ষের জবাব।
‘কেশরী: চ্যাপ্টার ২’-এর প্রচারে এসেছিলেন অক্ষয় কুমারকে। সেখানে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘জয়াজি যখন বলেছেন, নিশ্চয়ই ঠিকই বলেছেন। আমার তো মনে হয়, জয়াজি এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেননি। কেউ বোকা নাকি ‘প্যাডমান’, ‘টয়লেট এক প্রেম কথা’, ‘কেশরী’ এই ধরনের সিনেমা নিয়ে এমন মন্তব্য করবেন? বরং, আমার ধারণা, কেউ এই ছবিগুলো নিয়ে সমালোচনা করতে পারেন না।’
প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি মানুষের মধ্যে ভীষণ ভালো সাড়া ফেলেছিল। অক্ষয়ের কথায়, চলচ্চিত্রের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করা উচিত। ‘টয়লেট: এক প্রেম কথা’ও তেমনই একটি প্রচেষ্টা ছিল বলেও জানান অক্ষয়।