‘কেশরী’-র গল্পে ছিল ১৮৯৭-এ সারগঢ়ির যুদ্ধ। ব্রিটিশ ভারতে ২১ জন শিখ সেনার দলপতির ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। ১০ হাজার আফগান দখলকারীর বিরুদ্ধে লড়াই। ভারতের মাটিতে হওয়া অন্যতম এক যুদ্ধ। এক কথায় লার্জার দ্যান লাইফ। আর এবার অক্ষয়ের ছবির ‘হিট ফর্মুলা’র পুনরাবৃত্তি! মুক্তির ৬ বছর পর আবার ফিরছে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ তবে নতুন এই অধ্যায়ে গল্প বদলেছে। বদলেছে প্রেক্ষাপটও। সোমবার সিনেমার টিজার প্রকাশ্যে এল। আর পয়লা ঝলকেই আইনজীবীর ভূমিকায় ব্রিটিশদের বিরুদ্ধে গরম সংলাপে নজর কাড়লেন অক্ষয় কুমার।
বলিউডে দেশাত্মবোধক সিনেমা হলেই ডাক পড়ে অক্ষয় কুমারের। রগরগে অ্যাকশনের বাইরে এর আগে একাধিক দেশপ্রেমের গাথায় পর্দায় দেখা গিয়েছে খিলাড়িকে। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’ ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে ফিল্মি কেরিয়ারে এহেন অনেক সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২। সোমবার পয়লা ঝলকে অক্ষয় কুমারকে দেখা গেল সি শংকরণ নায়ারের ভূমিকায়। যিনি তৎকালীন ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। শুধু তাই নয়, আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা করেছিলেন। সেই বীর বিক্রম আইনজীবীর কাহিনীই এবার পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় কুমার।
১ মিনিট ৩৯ সেকেন্ডের ঝলকে প্রথম ৩০ সেকেন্ড কোনওরকম ভিস্যুয়াল নেই। শুধুই আর্তনাদ, বাঁচার করুণ আর্তি আর কয়েক রাউন্ড গোলাগুলির আওয়াজ। তারপর সব স্তব্ধ। এরপরই গুরুদ্বারে সি শংকরণ নায়ারের ভূমিকায় অক্ষয় কুমারকে প্রার্থনা করতে দেখা যায়। পরের দৃশ্যেই তিনি ডাকসাইটে আইনজীবী। কালো পোশাকে কোর্টরুমে ব্রিটিশরাজের বিরুদ্ধে ‘অশ্রাব্য’ অথচ ‘যথাযোগ্য ভাষায়’ প্রতিবাদ করতে দেখা যায়। পয়লা ঝলকেই ডাকাবুকো বডি ল্যাঙ্গুয়েজে দেশপ্রেম উসকে দিলেন অক্ষয় কুমার।
‘কেশরী চ্যাপ্টার ২’-তে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন আর মাধবন এবং অনন্যা পান্ডে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিলেন। ছবিটি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পিছনে সত্য উন্মোচন, এবং তাঁর ঐতিহাসিক লড়াইয়ের উপর আলোকপাত করে।আগামী ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’।