• facebook
  • twitter
Friday, 25 April, 2025

ভগবান শিবের চরিত্রে ‘অক্ষয়’

ওএমজি ২ ছবিতে নতুন আঙ্গিকে আপামর ভারতবাসীর হৃদয় জয় করবেন অক্ষয় কুমার। ২০১২ সালে নির্মিত ও মাই গড ছবির সিক্যুয়েল ওএমজি ২'র কাহিনীকার ও পরিচালক অমিত রাই।

অক্ষয় কুমার (Photo: SNS)

ওএমজি ২ ছবিতে নতুন আঙ্গিকে আপামর ভারতবাসীর হৃদয় জয় করবেন অক্ষয় কুমার। ২০১২ সালে নির্মিত ও মাই গড ছবির সিক্যুয়েল ওএমজি ২’র কাহিনীকার ও পরিচালক অমিত রাই। ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম, অক্ষয় কুমার।

ও মাই গড ২ ছবিতে অক্ষয় কুমার ভগবান শিবের চরিত্রে অভিনয় করবেন। অক্ষয়কে নতুন রূপে লম্বা চুল ও নীল বর্ণ শরীরে দেখা যাবে। মুম্বইয়ের শ্যুটিং হয়ে গেছে। পরের শ্যুটিং উজ্জয়িনীতে হবে। অক্ষয় তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া শেয়ার প্ল্যাটফর্মে ছবির পোস্টার করার পাশাপাশি ছবির শ্যুটিং নিয়েও ফ্যানেদের আপডেট করেছেন।

তিনি টুইট করে লেখেন, ‘ওএমজি২’র জন্য আপনাদের সকলের আর্শীবাদ চাই। একটা গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুকে তুলে ধরার একান্ত চেষ্টা করা হয়েছে। আদি যোগীর আশীর্বাদ কামনা করি’।