বিপুল টাকায় একটি অনলাইন শিক্ষাদানকারী সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করেছিলেন শাহরুখ খান। ২০১৭ তে সেই চুক্তি হওয়ার পরে প্রতি বছর লাফিয়ে বেড়েছে ওই সংস্থার মুনাফা। কিন্তু আরিয়ান কাণ্ডের জেরে শাহরুখ খানকে তাঁদের বিজ্ঞাপন চুক্তি থেকে ছেঁটে ফেলল সংস্থাটি।
তারা জানিয়েছে, শাহরুখের সমস্ত বিজ্ঞাপন আপাতত তুলে নেওয়া হচ্ছে। নতুন মুখের সন্ধানেও নেমেছে ওই সংস্থাটি। এর ফলে ওই সংস্থাটিকে বিপুল আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। একই সঙ্গে আর্থিক ক্ষতি হবে শাহরুখেরও।
আরিয়ান কাণ্ডের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছিল। কেউ কেউ বলেছিলেন যে নিজের ছেলেকে মানুষ করতে পারে না, তিনি আবার অন্যদের শিক্ষা নিয়ে জ্ঞান দেন কী করে? সমস্ত ক্ষোভ আছড়ে পড়েছিল ওই সংস্থাটির ওপর। হ্যাশটাগে রিমুভ শাহরুখ বলে একের পর এক ট্যুইট করা হচ্ছিল ওই সংস্থাটির উদ্দেশ্যে।