• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আঠারাে বছর পূর্তিতে লগান নিয়ে তথ্যচিত্র আমিরের

আঠারাে বছর পর আবার 'লগান' উঠে এল খবরের শিরােনামে। আজও একইভাবে এই সিনেমাটি নিয়ে অভিনেতা আমির আবেগতাড়িত হয়ে পড়েন।

আমির খান (Photo: IANS)

আঠারাে বছর পর আবার ‘লগান’ উঠে এল খবরের শিরােনামে। আজও একইভাবে এই সিনেমাটি নিয়ে অভিনেতা আমির আবেগতাড়িত হয়ে পড়েন।

২০০১ সালের ১৫ জন মুক্তি পেয়েছিল আমির অভিনীত এই সিনেমাটি। সেই স্মৃতিকে উসকে দিয়েই লগান নিয়ে সম্প্রতি আমির খান একটি ট্যুইট প্রকাশ করেন। সঙ্গে লগান নিয়ে একটি তথ্যচিত্রও প্রকাশ করেন তিনি। ‘ম্যাডনেস ইন দি ডেজার্ট’ নামে ওই তথ্যচিত্রটি তৈরি হয়েছিল গানের শুটিংয়ের সময় ক্যামেরার পিছনে ঘটা ঘটনাগুলিকে নিয়ে।

মুক্তির পর থেকেই লগান নিয়ে দেশজুড়ে উন্মাদনা ছিল তুঙ্গে। তৃতীয় ভারতীয় ছবি হিসেবে অস্কারের বিদেশি ছবির বিভাগে জায়গা করে নিয়েছিল আমিরের এই চলচ্চিত্রটি তবে সেরার শিরােপা ছিনিয়ে নিতে পারেনি। কিন্তু এই সিনেমা বলিউডের ইতিহাসে সেরার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে নিঃসন্দেহে।

সিনেমাটির ১৮ বছরের স্মৃতি রােমন্থন করে আমির সকলকে ধন্যবাদ জানান। এই পােস্টটি ছাড়াও আমির ‘ম্যাডনেস ইন দি ডেজার্ট’ নামে লগান নিয়ে তথ্যচিত্রটিও প্রকাশ করেন। তথ্যচিত্রটি বানিয়েছিলেন সত্যজিৎ ভাটকাল।

১৪০ মিনিটের এই তথ্যচিত্রটিতে লগান ছবির শু্যটিং-এর শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা তুলে ধরা হয়েছে। এটি প্রকাশিত হয়েছে নেটফ্লিক্স নামক একটি অনলাইন ওয়েবসাইটে।