এক জোড়া নতুন ধারাবাহিক

প্রতিনিধিত্বমূলক চিত্র

এক জোড়া নতুন ধারাবাহিক আসছে জি বাংলায়। ‘তুই আমর হিরো’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। ‘তুই আমর হিরো’-র কাহিনী সৌভিক চক্রবর্তীর। সঙ্গীতের প্রতিভা সম্পন্ন ২০ বছর বয়সি তরুণী আরশি, তার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য গায়িকা হওয়ার স্বপ্ন ত্যাগ করে। একটি জেরক্স সেন্টারে কাজ করে এবং ট্রেনে গান গেয়ে, তার দুই বোনের জীবন সুখময় করার জন্য, নিজেকে উৎসর্গ করে।

আরশির জীবনে একটি মোড় আসে যখন সে সুপারস্টার শাক্যজিৎ চ্যাটার্জির সঙ্গে পরিচিত হয়। এই তরুণ তার সহ-অভিনেত্রী মধুবনি মিত্র এবং নিজের লোভী পরিবারের ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। উচ্চাকাঙ্ক্ষা এবং ঈর্ষাপ্রবণ মধুবনি, আরশির সঙ্গে শাক্যজিতের বন্ধুত্বকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। অপ্রত্যাশিতভাবে আরশি শাক্যজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যা, মধুবনি এবং শাক্যর পরিবারকে ক্ষুব্ধ করে। এর পর কী হয় জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক, সোম থেকে শুক্র জি বাংলায় সন্ধ্যা ৬টায়।

অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ প্রমাণ করে যে, ভালোবাসা যদি সত্যি হয়, বয়স কোনও বাধাই নয়! চল্লিশোর্ধ বিখ্যাত শিল্পপতি আর্যর ভালো লেগে যায় বছর কুড়ির অপর্ণাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অপর্ণারও, আর্যকে দেখে প্রথম দর্শনেই প্রেম হয়ে যায়। কিন্তু এমন অসম বয়সের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুজনের পরিবার, পরিজন। কিন্তু সমস্ত বাধা সত্ত্বেও, ভালোবাসায় আটকা পড়ে যেতে থাকে ওদের দুটি মন। হাসি-খুশি প্রাণবন্ত অপু যেমন আর্যকে জীবন দেখতে শেখায় অন্য চোখে, তেমনই শান্ত নিরীহ স্বভাবের আর্য, অপুকে করে তোলে আত্মবিশ্বাসী। বয়েসের ফারাকই কি শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে আর্য-অপুর ভালোবাসার পথে? নাকি ভালোবাসার জোরেই ওরা হয়ে উঠবে সাত জন্মের সাথী? জানতে হলে দেখতে হবে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু-দিতিপ্রিয়া জুটিকে দেখা যাবে এই ধারাবাহিকে। ১০ মার্চ থেকে সন্ধে সাড়ে ৬ টায় জি বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিকটি।