• facebook
  • twitter
Friday, 28 March, 2025

বেনারসে একেন, চলছে জমজমাট শুটিং

‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’ প্রযোজনা করছে হইচই স্টুডিও। সেই ছবির কাজে সম্প্রতি গোটা টিম নিয়ে বেনারসে পৌঁছে গিয়েছেন পরিচালক।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

কাশীর গলিতে এবার একেনবাবুর গোয়েন্দাগিরি। রাজস্থান আর পুরীর পর এবার একেনবাবুর গন্তব্য বেনারস। বাপি আর প্রমথকে সঙ্গে নিয়ে এবার সেখানেই রহস্যের জট খুলবেন একেনবাবু— এ খবর আগেই জানা গিয়েছিল। আগামী ১৫ মে বড়পর্দায় আবার ফিরবেন একেনবাবু। আসতে চলেছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। ছবিতে সাসপেন্স তো থাকবেই, সঙ্গে থাকবে একেনের সিগনেচার হিউমার। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।

‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’ প্রযোজনা করছে হইচই স্টুডিও। সেই ছবির কাজে সম্প্রতি গোটা টিম নিয়ে বেনারসে পৌঁছে গিয়েছেন পরিচালক। মহরৎ সেরে শুরু করে দিয়েছেন ছবির শুটিংয়ের কাজ।

সোমবার বারাণসীর ঘাট এবং বিখ্যাত গলিতে কিছু দৃশ্যের শুটিং হয়েছে। অনির্বাণ নিজে জটায়ুর চরিত্রেও অভিনয় করেন। পরপর ফেলুদার গন্তব্যে একেন যাচ্ছে দেখে তিনিও আপ্লুত। এই প্রসঙ্গে ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজস্থানে একেনের অভিযানে যেমন মহারাজাকে সেলাম জানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল, এ বারেও সেটা যেন পদে পদে থাকে, সে দিকে খেয়াল রাখব।’ বারণসী নিয়ে জয়দীপের স্মৃতিমেদুরতাও রয়েছে। বললেন, ‘জয়বাবা ফেলুনাথ’ দেখার পর এই জায়গাটা নিয়ে আমার আগ্রহ বেড়েছিল। মনে হত, কবে নিজের ছবিতে বারাণসীকে ব্যবহার করতে পারব। এ বার সেই সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্নপূরণের মতো।’

একেনের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী ছাড়াও অন্যান্যবারের মতো বাপি ও প্রমথ রূপে একেনের সঙ্গী হয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারে একেনের সঙ্গে যোগ দিয়েছেন দেবেশ চট্টোপাধায়ের মতো অভিনেতা। সঙ্গে রয়েছেন ঈশা সাহাও। ছবিতে এক বিশেষ চরিত্রে রয়েছেন ঋষভ বসু। তবে ছবির অন্যতম আকর্ষণ শাশ্বত চট্টোপাধ্যায়।

আগামী দিন সাতেক বারাণসীতেই শুটিং চলবে ছবির। তারপর কলকাতায় শুরু হবে শুটিং। তারপর দ্য একেন: বেনারসে বিভীষিকা দর্শকদের সামনে রহস্যের পর্দা উন্মোচন করবে এই গ্রীষ্মে।