সম্প্রতি স্টার থিয়েটারে ধাগা প্রোডাকশন, তাদের আসন্ন ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’-এর মিউজিক লঞ্চ-এর আয়োজন করে। অভিনেত্রী মানসি সিনহা পরিচালিত, ছবিটির গানগুলির প্রকাশ উপলক্ষে লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী এবং সুরকার জয় সরকারের লাইভ পারফরম্যান্সের আয়োজন হয়।
ছবিতে রবীন্দ্রসঙ্গীতও ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে শ্রাবণী সেনের গাওয়া ‘সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না’, লোপামুদ্রা মিত্রের গাওয়া ‘আমি কী গান গাব যে’ এবং ইমন চক্রবর্তী ও দুর্নিবার সাহার গাওয়া ‘এদিন আজি কোন ঘরে গো’। ‘স্বপনময় লেন’ শিরোনামের গানটি লিখেছেন আকাশ চক্রবর্তী এবং গেয়েছেন অন্তরা মিত্র।
‘৫ নং স্বপ্নময় লেন ছবির আবেগময় বুননে সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পীদের এই গানগুলিকে প্রাণবন্ত করে তুলতে পেরে আমি সম্মানিত বোধ করছি’, বলেন মানসি সিনহা।