কলকাতা:- দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য কেরালা স্টোরি’র পর আবারও মুক্তি পেতে চলেছে বিতর্কিত ছবি ‘৭২ হুরেঁ’। পরিচালক সঞ্জয় পূরণ সিং চৌহানের ছবিটির নাম এবং পোস্টার নিয়েই দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। এখনো পর্যন্ত ছবির টিজার বা ট্রেলার কোনোটাই প্রকাশ্যে আসেনি। শুধুমাত্র ছবির নাম নিয়েই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। ইমানদার মুসলিমরা জন্নত হাসিল হওয়ার ৭২ জন হুর অর্থাৎ সুন্দরী এবং কুমারী মেয়ে পাবেন সঙ্গিনী হিসেবে। ৭২ হুরেঁ ছবির গল্প অনুযায়ী, এই কুমারী মেয়েদের কাল্পনিক ধারণা মাথায় ঢুকিয়েই মগজধোলাই করা হয় সন্ত্রাসবাদীদের। কিন্তু এই কল্পনার জগতে বিচরণের পরিণতি যে কী মারাত্মক হতে পারে তা কেউ বুঝতে পারে না। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বলেন, এভাবেই মগজধোলাই করে সন্ত্রাসের পথে ঠেলে দেওয়া হয়। শেষে অপেক্ষা করে শুধু নৃশংস মৃত্যু। এই বিষয়টাই উঠে আসবে ৭২ হুরেঁ ছবিতে। সূত্রের খবর, ছবির প্রযোজক গুলাব সিং তনওয়ার বলেন, যেভাবে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নির্দোষ মানুষদের সন্ত্রাসবাদী করে তোলা হচ্ছে, তার জন্য সত্যিটা প্রকাশ্যে আনা উচিত। ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে পবন মালহোত্রা এবং আমির বশিরকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটি মুক্তির তারিখ। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর জানা যাচ্ছে, আগামী ৭ জুলাই মুক্তি পেতে চলেছে ৭২ হুরেঁ। উল্লেখ্য, কাশ্মীর ফাইলস এবং কেরালা স্টোরি- এই দুটোই বিতর্কিত ছবি। এবার দেখার বিষয় ৭২ হুরেঁর কি হয়।