• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

দুই প্রতারক গ্রেফতার বাসন্তীতে, উদ্ধার চার লক্ষ টাকা

ম্যাজিকের মাধ্যমে কেমিক্যাল এ চুবিয়ে রাখলে টাকা দ্বিগুণ হবে এমন প্রলােভনে পড়ে গােসাবার অসিত হালদার ছয় লক্ষ টাকা খুইয়ে বাসন্তী থানায় অভিযােগ করেন।

প্রতীকী ছবি (File Photo: iStock)

ম্যাজিকের মাধ্যমে কেমিক্যাল এ চুবিয়ে রাখলে টাকা দ্বিগুণ হবে এমন প্রলােভনে পড়ে গােসাবার অসিত হালদার ছয় লক্ষ টাকা খুইয়ে শুক্রবার বাসন্তী থানায় অভিযােগ করেন। প্রতারকদের পাল্লায় পড়ে টাকা লােপাট বাসন্তীর জ্যোতিষপুরে থানায়।

অভিযােগ জানানাের চব্বিশ ঘণ্টার মধ্যেই শনিবার দুই প্রতারক বাবলু ওরফে মহাদেব মন্ডল ও দেবুর্মকারকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে চার লক্ষ টাকা, টাকার মাপে কাটা কাগজ কেমিক্যাল সহ কালা জাদুর বেশ কিছু জিনিস পাওয়া গেছে।

প্রতারকদের দলে তিন জন ছিলেন টাকা দিণ্ডণ করে দেবার ম্যাজিত্রে সময়ে। দুজন ধরা পড়লেও একজন পলাতক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।