তৃনমূল গত দশ বছরের জামানায় বিভিন্ন দিবস পালন করা হয়ে থাকে। এবার সেই তালিকায় নয়া সংযােজন ‘খেলা হবে দিবস’। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী দিনে গােটা রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে।
তবে কবে হবে সেকথা পরে জানানাে হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে খেলা হস্লোগানকে কেন্দ্র করে সাজ পড়েছিল গােটা বাংলায়।
এবার সেই স্লোগানকে দিবসে পরিণত করার কথা ঘােষণা করবেন মমতা। এই দিবসে ৫০ হাজার ফুটবল বিতরণ করা হবে ক্লাবগুলিতে। যাতে ঘরে ঘরে পৌছে দেওয়ায় খেলা হলের চিন্তা ও চেতনা।