• facebook
  • twitter
Friday, 25 April, 2025

করােনা আবহে দাসপুরে এক হিন্দুর মৃতদেহ সৎকার করলেন মুসলিমরা

এক হিন্দুর মৃতদেহ সৎকার করে নজির গড়লেন মুসলিমরা। দাসপুর থানার মামুদপুর গ্রামের বাসিন্দা বলাই রানার মৃত্যুতে তার দেহ সৎকার করতে এগিয়ে এলেন মুসলিমরা

প্রতীকী ছবি (File Photo: AFP)

মােরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ। এক হিন্দুর মৃতদেহ সৎকার করে নজির গড়লেন মুসলিমরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার মামুদপুর গ্রামের বাসিন্দা বলাই রানার মৃত্যুতে তার দেহ সৎকার করতে এগিয়ে এলেন মুসলিমরা।

মৃত ব্যক্তির ছেলের অভিযোেগ সকাল থেকে বাবার মৃতদেহ বাড়িতেই পড়ে আছে, সৎকারের জন্য কেউ এগিয়ে আসছে না এমন কি কেউ উকি মেরেও দেখছেনা বাড়ির দিকে, পাড়া-প্রতিবেশী বলছে করােনায় মারা গেছে তাই ভয়ে কেউ এগিয়ে আসছে না।

তবে আশেপাশের মুসলিমরা খবর পাওয়া মাত্রই এগিয়ে আসেন মৃতদেহটি সৎকার করার জন্য। সব কিছু ব্যবস্থা করে তারা মৃতদেহটির সৎকার করেন। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন সমাজের মানুষেরা।