পরপর তিন বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রীর আসনে দেখার বাসনা নিয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবার আখড়া পঞ্চী গ্রামে, ডায়মন্ড হারবার দু নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন-এর নেতৃত্বে গ্রামের মহিলারা মা শীতলার ও বাবা পঞ্চাননের মন্দিরে পুজো দিলেন।
দুপুরে বিশেষ নামাজও হল ইসলাম ধর্মের উপাসকদের অংশগ্রহণে। এ বিষয়ে অরুময় গায়েনের সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া, স্বাধীনতার পর দেশ বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে পেয়েছে। এখনাে কোনও বাঙালি প্রধানমন্ত্রী হয়নি।
এই মুহূর্তে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ই সঠিক নেতৃত্ব দিতে পারেন দেশের অখন্ডতা বজায় রেখে। তাঁর মতাে নেত্রী দুর্লভ। তাই জাগ্ৰত মন্দিরে পুজো। দেবতার আশীর্বাদ কামনা। শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে পুজো মন্দিরে উপস্থিত মহিলাদের কথায়, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে দেশে কেউ গরীব থাকবে না।
সবার জন্য হবে পাকা ঘর পাকা রাস্তা। সবাই কাজ পাবে। প্রসঙ্গত, বিপুল ভােটে জয় লাভ করে হ্যাটট্রিক এর সম্মান নিয়ে দেশের বিরােধী রাজনৈতিক দলগুলিকে একত্র করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন জেনেই তাঁর দলের কর্মী সমর্থকরা তাঁদের প্রিয় নেত্রীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাইছেন। চলছে দেবতার দুয়ারে প্রার্থনা।