নিজস্ব প্রতিনিধি- মৃতের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর শুক্রবার বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন।
ভারতী পাল নামে এক বৃদ্ধা কয়েকমাস আগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় বিএম বিড়লা হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর তাঁর ছেলে কৌশিক পাল কার্ডিওগ্রাফি বিভাগের প্রধানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
একজন কার্ডিওগ্রাফি বিভাগের প্রধানের যোগ্যতা কি হওয়া উচিত তা জানতে চেয়ে অভিযোগ জানান স্বাস্থ্য কমিশনে। এওরপর সবকিছু খতিয়ে দেখে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি থাকায় বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষকে এদিন ২০ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।