এটিএমের ‘হুড’ বা উপরের আবরণ খােলা হচ্ছে। তারপর কম্পিউটারের পিছনের ‘কেবলে’ বসানাে হচ্ছে একটা ডিভাইস। এই ‘কেবল’ এটিএমের কম্পিউটারের সঙ্গে ব্যাঙ্কের সার্ভারকে যুক্ত করে। ডিভাইসটির মাধ্যমে সফটওয়্যার , যা আসলে ম্যালওয়্যার, কম্পিউটারে ঢােকানাে হয়। তাতে ‘রিবুট’ হয় কম্পিউটারটি।
ম্যালওয়্যারটির পােশাকি নাম হল ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’। এর কারণেই এটিএমের সঙ্গে ব্যাঙ্কের সার্ভারের যােগাযােগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ম্যালওয়্যারের মাধ্যমে এটিএমকে নিয়ন্ত্রিত করা সম্ভব হয়।
এই ম্যালওয়্যার একটি কোড তৈরি করে জালিয়াতি গ্যাঙের কাছে পাঠায়। তারপর কোডটিকে পিন বা পাসওয়ার্ডে বদলে ফেলা হয়। সেই পাসওয়ার্ড কম্পিউটারে ব্যবহার করলে টাকা বের হতে শুরু করে।