• facebook
  • twitter
Friday, 25 April, 2025

অমিতাভ বচ্চনের দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি!

২০১৫ সাল থেকে এক্স ক্যাটাগরিতে নিরাপত্তা প্রাপ্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কনস্টেবলের মধ্যে একজন হিসাবে জিতেন্দ্র কর্মরত ছিলেন।

অমিতাভ বচ্চন (File Photo: IANS)

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের দেহরক্ষী জিতেন্দ্র শীল্ডের বার্ষিক আয় দেড় কোটি টাকা। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলী করা হয়েছে মুম্বাই পুলিশের এই কনস্টেবল কে। দক্ষিণ মুম্বাইয়ের এক থানায় বদলী করা হয়েছে তাকে।

২০১৫ সাল থেকে এক্স ক্যাটাগরিতে নিরাপত্তা প্রাপ্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কনস্টেবলের মধ্যে একজন হিসাবে জিতেন্দ্র কর্মরত ছিলেন। এই বিপুল অর্থের উৎস কি? অমিতাভ বচন দিয়েছেন নাকি অন্য কোন সূত্র মারফত তিনি পেয়েছে।

যদিও অভিযুক্ত কনস্টেবল তদন্তকারীদের জানিয়েছেন অমিতাভ বচচন তাকে এই অর্থ দেননি। তিনি এক বেসরকারি নিরাপত্তা সংস্থা চালান। যেখানে সেলিব্রিটি সহ প্রভাবশালীদের নিরাপত্তা রক্ষী সরবরাহ করা হয়।

৫ বছরের বেশি একই জায়গায় থাকা যায়না, সেখানে নির্দিষ্ট সময়সীমার বেশি কিভাবে ছিলেন তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।