• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অভিজিতকে শুভেন্দু সম্পর্কে সতর্কতা, নতুন পরামর্শ কুণালের

নিজস্ব প্রতিনিধি— প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে ভোটে না দাঁড়ানোর অনুরোধ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রবিবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত৷ ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত৷ অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না তমলুকে৷’

নিজস্ব প্রতিনিধি— প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে ভোটে না দাঁড়ানোর অনুরোধ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রবিবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত৷ ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত৷ অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না তমলুকে৷’ আরও লিখেছেন, ‘তৃণমূল জিতবে৷ দু’মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে৷ যে নিয়ে যাচ্ছে, সে-ও আপনাকে হারাবে৷ তার দলে অনেক বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না৷ এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন৷ পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন৷ শুভানুধ্যায়ী হিসাবে ভাবতে বললাম৷’ গত রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তমলুকের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে দেবাংশু ভট্টাচার্যের৷ অপর দিকে বামফ্রন্ট প্রার্থী হিসাবে ওই কেন্দ্রে লড়াই করবেন সিপিএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়৷ এবিষয়ে ফোনে অভিজিত গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপনাকে শুভেচ্ছা৷ পরামর্শের জন্য ধন্যবাদ৷ ভাল থাকবেন৷’ রবিবার তাঁর সঙ্গেই ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘কে বলেছে? আসলে আমরা পাগলের কথার কোনও জবাব দিই না৷’