সাক্ষাৎ না পেয়ে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুর যুবকের

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিনে দুপুরে রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে হামলা। ভাঙচুর করা হয় মলয় ঘটকের আসানসোলের বাড়িতে। আকস্মিক এই ঘটনায় হতভম্ব মন্ত্রীর বাড়ির লোকজন। বাড়ির সামনের কাঁচ ভাঙলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। অক্ষত রয়েছেন মন্ত্রী। ঘটনার জেরে ইতিমধ্যে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এক অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

জানা গিয়েছে, বুধবার দুপুরে এক যুবক মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপনার গার্ডেনের বাড়িতে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়। কিন্তু মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আগাম সময় চেয়ে না রাখায় নিরাপত্তারক্ষীরা বাধা দেন। এরপরই তান্ডব শুরু করে ওই যুবক। নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মন্ত্রীর অফিসে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। সেখানে গিয়ে কাচ ভাঙচুর করতেই শব্দ শুনে ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। ওই যুবককে আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেন।

কিন্তু নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও মন্ত্রীর বাড়িতে কিভাবে ওই যুবক ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে মন্ত্রীর নিরাপত্তা নিয়েও। তবে ওই যুবক দাবি করেছে, এই কাজের জন্য তাকে কেউ পাঠায়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ায় সে এই কাজ করেছে বলে জানিয়েছে।