টুনি বালব দিয়ে বাড়ি সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

কালীপুজোর আগে টুনি বালব দিয়ে বাড়ি সাজাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। মৃত কিশোরের নাম অনিকেত কোনাই। এই ঘটনায় শোকের আঁধার নেমেছে বহরমপুরের খড়গ্রাম থানার জয়পুর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর আগে প্রত্যেক বছরের মতো এবছরও বিভিন্ন প্রকার টুনি বালব দিয়ে বাড়ি সাজাচ্ছিল সে। মঙ্গলবার দুপুরে তাঁর মায়ের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রকার টুনি বালব কিনে আনে সে। তারপর দুপুরে নিজের বাড়িতে টুনি বালব লাগাচ্ছিল সে। কিন্তু সেই কাজ করতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।বিদ্যুতের কাটা তারে অসাবধনতাবশত হাত লেগে যায় তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের সদস্যরা। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা মৃতদেহটি কান্দি মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ওখানেই কিশোরের ময়নাতদন্ত করা হবে।