• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

৩৬ ঘন্টার মধ্যেই ডেববার মহিলা খুনের কিনারা 

রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ইসলামপুর গ্রাম থেকে উদ্ধার হয় মীনা কেরুর নামে এক আদিবাসী মহিলার মৃতদেহ।

প্রতিকি ছবি (File Photo: iStock)

রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ইসলামপুর গ্রাম থেকে উদ্ধার হয় মীনা কেরুর নামে এক আদিবাসী মহিলার মৃতদেহ। একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে উঠেপড়ে লাগে বিজেপি। 

সােমবার পরপর বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতাে, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মৃতার বাড়িতে আসেন। থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। 

জেলার প্রাক্তন পুলিশ সুপার বিজেপি নেত্রী ভারতী ঘােষ ডেবরা থানায় ঢুকে ওসি ও পুলিশ কর্মীদের হুশিয়ারি দেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলার পুলিশ সুপার দীনেশ কুমার তার দপ্তরে সাংবাদিক বৈঠক করে জানান, এই খুনের ঘটনায় কোনাে রাজনৈতিক যােগ নেই। 

সােমবার রাতে বারুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে খুনি শৈল্য দিয়াশী’কে। সে স্বীকার করেছে গত কয়েক বছর ধরে তার সঙ্গে ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল। প্রায় টাকা দাবি করতেন। এজন্য শনিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শ্বাসরােধ করে ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে।