পোশাকের উপর বর্ধিত কর বসানো নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র।
পোশাকের উপর বর্ধিত পণ্য পরিষেবা কর চাপানোর তীব্র প্রতিবাদ করেছেন তিনি। অমিতের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে দেড় কোটি মানুষ কাজ হারাবেন।
রবিবার টুইটারে বর্ধিত জিএসটি নিয়ে সরব হন অমিত। তিনি লেখেন, ১ জানুয়ারি বস্ত্রশিল্পের উপর ৫ থেকে বাড়িয়ে ১২ শতাংশ হারে জিএসটি বসিয়ে সাঙ্ঘাতিক ভুল করতে চলেছে মোদি সরকার।
এতে দেড় কোটি মানুষ কাজ হারাবেন। বন্ধ হয়ে যাবে ১ লক্ষ প্রতিষ্ঠান। জিএসটি পরিষদের বৈঠক ডেকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করুন’।