• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

পশ্চিমী ঝঞ্ঝার ভ্রূকুটি ও নিম্নচাপের বাধা কাটিয়ে বঙ্গে জাঁকিয়ে বসছে শীত 

রাজ্যে জাঁকিয়ে আসছে শীত। নিম্নচাপের বাধা কাটিয়ে পারদ নামছে বঙ্গে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে বঙ্গে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। আর সেই হাওয়াই শীতের আগমন ঘটাবে বঙ্গে। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে উত্তর-পশ্চিম ভারতে।

রাজ্যে জাঁকিয়ে আসছে শীত। নিম্নচাপের বাধা কাটিয়ে পারদ নামছে বঙ্গে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে বঙ্গে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। আর সেই হাওয়াই শীতের আগমন ঘটাবে বঙ্গে। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে এই রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দার্জিলিংয়ে তুষারপাত, উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পাশাপাশি রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। 

 
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরী হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ ক্ষেত্র পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘন্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ১১ তারিখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে পৌঁছতে পারে।পশ্চিম হিমালয়ে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্বদিকে অগ্রসর হচ্ছে।এদিকে সাগরে তৈরী হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম দিকে এগোচ্ছে। এই দুইয়ের কারণেই বদল এসেছে বায়ুপ্রবাহে। তবে ১১ ডিসেম্বর থেকে ফের নামবে পারদ। 
 
কলকাতায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে পারদ এমন আভাস মিলেছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেদশ ডিগ্রি বা তার নীচে তাপমাত্রা চলে যাবে বলে পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।  
 

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.৮ মিলিমিটার। 

বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে নিম্নমুখী পারদ কমিয়ে দেবে তাপমাত্রা।  শনিবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ফলে চলতি সপ্তাহের শেষে জাকিয়ে শীত পড়বে বাংলায়।