• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

সপ্তাহের শেষে শহরে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

বাধা কাটিয়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়তেই শীতের আমেজ দেখা দিয়েছে। ফলে চলতি সপ্তাহের শেষেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

প্রতীকী চিত্র

শহরে ফের উত্তুরে হওয়ার দাপট। যার জেরে চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীতের আমেজ তিলোত্তমার বুকে। এর আগে পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে অগ্রহায়ণের শেষেও নাতিশীতোষ্ণ তাপমাত্রা লক্ষ্য করা যায়। কিন্তু সেই বাধা কাটিয়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়তেই শীতের আমেজ দেখা দিয়েছে। ফলে চলতি সপ্তাহের শেষেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের ধারণা, চলতি সপ্তাহের শেষে শহরের তাপমাত্রা সর্বনিম্ন হওয়ার সম্ভাবনা। সপ্তাহান্তে এই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতার আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘন্টাতেও শহরে বৃষ্টিপাত হয়নি। দিনের সর্বাধিক তাপমাত্রা দাঁড়াবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত গত সোমবারেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য এই বৃষ্টিপাত হয়েছে।