• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

স্বামী-স্ত্রী কোন্দলে মৃত স্ত্রী

কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর হাসপাতাল রোডের বাসিন্দা অশোক কুম্ভকার তার নিজের স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

প্রতীকী চিত্র।

কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর হাসপাতাল রোডের বাসিন্দা অশোক কুম্ভকার তার নিজের স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

এবং সাথে সাথে অশোক কুম্ভকারের স্ত্রী মঞ্জু কুম্ভকার মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনাস্থলে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় মঞ্জু কুম্ভ কারকে উদ্ধার করে এবং জেলা হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থালে আসেন বরাকর ফাঁড়ির ইনচার্জ রাজশেখর মুখার্জি সহ এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী।

খবর সূত্রে জানা যায় অশোক কুম্ভকারের সাথে স্ত্রী মঞ্জু কুম্ভকারের নিজেদের সাংসারিক তর্ক বিতর্ক চলতে থাকে এবং শেষ পর্যন্ত অশোক কুম্ভকার তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

খবর সুত্রে জানা যায় স্ত্রী মঞ্জু কুম্ভকারকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এবং মঞ্জু কুম্ভকারের স্বামী অশোক কুম্ভকারকে পুলিশ আটক করে জিজ্ঞাসা বাদ শুরু করেছে।

যেই লাঠি দিয়ে মারা হয়েছিল। মঞ্জু কুম্ভকারকে সেই লাঠিটি পুলিশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।