কোন পরিষেবায় নিষেধাজ্ঞা
- বাস-মেট্রো-ট্রেন-সহ সব গণপরিবহণ বন্ধ
- জরুরি অবস্থা ছাড়া বন্ধ ফেরি, অটো পরিষেবা
- বন্ধ সরকারি, বেসরকারি অফিস ও কলকারখানা
- বন্ধ সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান
- রাত ৯ টা থেকে ভাের ৫ টা পর্যন্ত নাইট কারফিউ
- ৫০ জন অতিথি নিয়ে বিবাহ অনুষ্ঠান
- সৎকারের কাজে ২০ জন
কোন পরিষেবা মিলবে?
- খােলা থাকবে পেট্রল পাম্প
- ৫০ % কর্মী নিয়ে খােলা চা বাগান, জুট মিলে থাকবে ৩০ % শ্রমিক
- সমস্ত ই-কমার্স, হােম ডেলিভারি পরিষেবা মিলবে
- চালু থাকবে অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ
- খােলা ওষুধ, চশমা, ইলেকট্রনিক্সের দোকান
- মিষ্টির দোকান খােলা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত
- মুদি দোকান, জরুরি পণ্য ও বাজার খােলা সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত
- খােলা চিকিৎসা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠান
- চিকিৎসা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবার জন্য গণপরিবহনে ছাড়
- জরুরি পরিষেবায় চালু থাকবে ট্যাক্সি